আজ বাসায় ফিরবেন
জ্বর ও চিকুনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী আজ বাসায় ফিরতে পারেন।
জ্বর ও চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের পাঁয়তারা এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টার প্রতিবাদে ঢাকায় পেশাজীবীদের মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।